ভূমিকম্প ও একজন সাহসী ইমাম (ভিডিওসহ)

প্রকাশঃ এপ্রিল ১৮, ২০১৬ সময়ঃ ১১:১৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৪ পূর্বাহ্ণ

Bravo muslim imanএকটা তিউনিশিয়ান টিভির কৌতুকের শো ছিল। এই টিভি রেডিও শো এর ভিডিওতে একজন ইমামকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু এটা ছিল একটা ঠাট্টা বা হাসির অনুষ্ঠান। ইমাম জানতো না যে, তাকে নিয়ে হাসার জন্য এ শো এর আয়োজন করা হয়েছে। যে কারণে অনুষ্ঠান চলাকালীন অবস্থায় ভূমিকম্প হতে দেখে উনি সত্যি সত্যি বিশ্বাস করেছিলেন। কিন্তু ভূমিকম্প হতে দেখেও তিনি স্থির ছিলেন এবং মহানবী হযরত মোহাম্মদ (স:) (আ:) ও প্রিয় নবীর পরিবারের জন্য দোয়া করছিলেন। তিনি মৃত্যভয়ে ভীত ছিলেন না একটুও।

একজন প্রকৃত মুসলমান মৃত্যুকে ভয় পায় না। এই ইমামের সাহসী প্রতিক্রিয়া ও সমস্যা সমাধানে স্থির থেকে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার যে দৃঢ়তা দেখা গেল তা সবার জন্য উদাহরণ হতে পারে। তিনি ভূমিকম্প দেখেও বিচলিত না হয়ে আল্লাহর উপর ভরসা রাখেন এবং শেষ পর্যন্ত তিনি চিৎকার করে করে আল্লাহকে ও তাঁর প্রিয় নবীকে স্মরণ করেন। একবারের জন্যও তাঁকে অস্থির হতে দেখা যায়নি। প্রচন্ড ভূমিকম্পে যখন জানালার কাঁচ ভেঙে যাচ্ছিল তখনও তিনি অবিচল এবং মুখে শুধু আল্লাহর নাম। এরপর অজ্ঞান হওয়া রেডিও জকিকে ঐ রুম থেকে বের করে বাঁচানোর চেষ্টা করেছিলেন। যদিও পরে বুঝতে পারলেন এখানে যা কিছু ঘটেছে সব নিজেদের তৈরি করা মিথ্যা ভুমিকম্প! তারা চেয়েছিল ঐ ইমামকে নাজেহাল করতে। কিন্তু আল্লাহর রহমতে ঐ ইমাম নয় বরং তিউনিশিয়ার এই কৌতুকপূর্ণ টিভি শো’র প্রডিউসার, জকি এবং কলাকুশলীরাই চরম লজ্জা পেলেন ইমামের চরম ধৈর্য আর অবিচল সাহস দেখে।

শিক্ষনীয়: অন্যকে নাজেহাল করতে গিয়ে নিজারাই লজ্জিত হওয়ার মতো কাজ করবেন না এবং কাউকে সে সুযোগও দিবেন না। এভাবে মজা করার জন্য এত বড় ঝুঁকি নেওয়া কখনই উচিত নয়। এতে মৃত্যুর মতো ঘটনাও ঘটতে পারতো যদি ইমাম সাহেব ভয় পেতেন। তাই এ ধরণের মজা করা থেকে বিরত থাকুন। পৃথিবীতে মজা করার আরও অনেক নিরাপদ রাস্তা আছে, সেগুলো খুঁজে ব্যবহার করুন।


আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G