আজ আকাশে উঠবে না সবুজ চাঁদ
প্রতিক্ষণ ডেস্কঃ
আজ রাতে পৃথিবীর আকাশে ঘটতে যাচ্ছে এক অত্যাশ্চর্য ঘটনা। আপনিও হতে পারেন সেই বিরল ঘটনার সাক্ষ্ণী, যা ৪২০ বছর পর পর দেখার সৌভাগ্য হয় মানব প্রজাতির। আজকে, ২০১৬ সালের ২০ এপ্রিল পৃথিবীর আকাশে উঠবে সবুজ রঙের চাঁদ!
এমন সংবাদ নিশ্চয়ই আপনি ইতোমধ্যে শুনেছেন? কারণ সবুজ চাঁদের খবরে তো সয়লাব হয়ে গেছে ফেসবুক ও অনলাইন পত্রিকাগুলো।
কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, সংবাদটি নিতান্তই গুজব। এর কোন ভিত্তি নেই। আজ আকাশে উঠবে না সবুজ চাঁদ।
যারা ২০ এপ্রিল সবুজ চাঁদ দেখা যাবে বলে জানিয়েছেন, তারা এর পেছনে কারণ হিসেবে ব্যাখ্যায় “মহাকাশ বিজ্ঞানী”দের মত প্রকাশ করেছেন যাতে বলা হয়েছে, ‘একটা সময় পর পর সৌরজগতের গ্রহ, গ্রহাণুসহ, সকল বস্তুর কক্ষপথের এলাইনমেন্ট পরিবর্তিত হয়। এই প্রতিক্রিয়ার ফলে মহাকাশের পদার্থসমূহের মধ্যে বিক্রিয়ায় মহাকাশে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। সেই রকমই একটি ঘটনা চাঁদের রঙ সবুজ হয়ে যাওয়া’। তাদের মতে, এলাইনমেন্টের ঘটনাটি শুরু হবে এ মাস অর্থ্যাৎ এপ্রিলের ২০ তারিখে এবং প্রায় ৯০ মিনিটের জন্য চাঁদটি এবং এর আলোর রঙ সবুজ দেখা যাবে। আরেকটি কারণ পাওয়া গেছে সবুজ চাঁদ ওঠার পেছনে। সেটি হলো, আজ রাতে নাকি সবুজ গ্রহ ইউরেনাস থেকে পৃথিবীর উপগ্রহ চাঁদের মাত্র ৪ ডিগ্রি দূরত্বে থাকার কথা। ফলে চাঁদের রঙ কিছুক্ষণের জন্য সবুজে পরিণত হবে।
কিন্তু দূর্ভাগ্যের বিষয়, এই বিরল ঘটনাটি বাস্তবে ঘটতে যাচ্ছে না। এই সবুজ চাঁদের খবরটি মূলত একটি ইন্টারনেট দুষ্টুমি। এক বা একাধিক ইন্টারনেট প্র্যাংকস্টার এই ভুয়া সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এবং মানুষও সেটি নির্বিচারে শেয়ার দিতে থাকে। ফলে ইন্টারনেটে সবুজ চাঁদের বিষয়টি ভাইরাল হয়ে যায়। মজার ব্যাপার হচ্ছে, ২০ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের “জাতীয় গাঁজা দিবস”। যে বা যারা এই সবুজ চাঁদের গুজবটি ছড়িয়েছে তারা হয়তো গাঁজা দিবসে একটা গাঁজাখুরি সংবাদের ব্যাপক প্রচারণার আনন্দ লাভের জন্যই কাজটি করেছে।
কিন্তু আদতে যে এটি মিথ্যা সংবাদ সে বিষয়ে নিশ্চিত করেছেন মহাকাশ বিজ্ঞানীগণ। সায়েন্সএলার্ট.কম, আর্থস্কাই.কম, স্পেস.কমের মতো বিখ্যাত বিজ্ঞানভিত্তিক ওয়েবসাইটগুলোতেও সবুজ চাঁদের বিষয়টি যে মিথ্যা সে বিষয়ে আলোচনা করে আর্টিকেল প্রকাশ করা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া