ঘরোয়া পদ্ধতিতে উঁকুন হতে মুক্তি
প্রতিক্ষণ ডেস্কঃ
উঁকুনের মতো বিব্রতকর সমস্যা কমই আছে। অনেকের মাথায় এত উঁকুন থাকে যা তা চুলের বাইরে থেকেই দেখা যায় এবং ব্যক্তির জন্য অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করে। শুধু বিব্রতকর পরিস্থিতি সৃষ্টির জন্যই নয়, উঁকুন একটি যন্ত্রণাদায়ক সমস্যাও বটে।
উঁকুন নিধনের বিভিন্ন ক্যামিকেল পাওয়া যায় বাজারে। তবে অনেকে চুল নষ্ট হয়ে যাবে সেই ভয়ে ক্যামিকেল ব্যবহার করতে চান না। তাদের জন্য আজকে রইলো ঘরোয়া পদ্ধতিতে উঁকুন নিধনের কিছু টিপস।
১. মেয়নিজ পুরো চুল ও মাথার ত্বকে লাগান। মাথা ভালো করে মাসাজ করুন। ২ ঘণ্টা পর চিকন দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে ফেলুন। উঁকুন ও উঁকুনের ডিম মরে যাবে।
২. শিশুদের চুলে উকুন হলে অ্যান্টি-লাইস শ্যাম্পু ব্যবহার করুন। শ্যাম্পুর সাথে ১০-১৫ ফোঁটা টি-ট্রি অয়েল মিশিয়ে নিয়ে ব্যবহার করুন। ভিনেগার দিয়ে চুল ধুতে পারেন। এতে ২-৩ দিনে চুল থেকে উকুনের ডিমগুলো ঝরে পড়বে।
৩. লেবুর রস ও মাখন ভালো করে মিশিয়ে মাথায় লাগান। ১০ মিনিট অপেক্ষা করে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। একদিন পর পর এই কাজ করুন।
৪. নিম শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ১৫ মিনিট ধরে চুল ব্লো ড্রাই করুন বেশ উঁচু তাপমাত্রায়। ২ দিন ও ৭ দিন পর আবার এরকম ভাবে চুল পরিষ্কার করুন। শ্যাম্পুর পর চুলে অন্তত মিনিট পাঁচেক কন্ডিশনার লাগিয়ে রাখবেন। বাতাস চলাচল না করতে পারলে উকুন মরে যাবে। একই উপকার পাবেন সারাদিন মাথায় তেল মেখে থাকলে। অলিভ অয়েল এ ক্ষেত্রে ভালো কাজ করে।
৫. অ্যাপেল সিডার ভিনেগার, অলিভ অয়েল ও রসুন বাটা মিশিয়ে মাথায় লাগিয়ে ২ ঘণ্টা। তারপর চুল ধুয়ে, শুকিয়ে সাদা ভিনেগার স্প্রে করুন চুলে। এরপর চিকন দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ান।
আর যদি কেমিক্যাল ব্যবহার করতেই হয়, তাহলে ডগ ফ্লি ও পারমিথ্রিন দেয়া শ্যাম্পু ব্যবহার করতে পারেন। পারমিথ্রিন, গামাবেনজিন, হেক্সাক্লোরাইড ইত্যাদি ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী মাথায় কিছুক্ষণ রেখে মাথা ধুয়ে ফেলতে হবে। এছাড়া লরিক্স উঁকুন ও উঁকুনের ডিম মেরে ফেলার জন্য চমৎকার একটি ওষুধ।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া