ভারতকে পানীয় জল কিনতে হবে
নিজস্ব প্রতিবেদক
ভারতকে বিদেশ থেকে পেট্রোল-ডিজেল জ্বালানীর মতো পানীয় জল আমদানি করতে হবে। তিন দশক পরেই দেশটিতে খাবার পানির তীব্র সংকট দেখা দিবে। সাম্প্রতিক এক সমীক্ষায় এমনি তথ্য জানিয়েছে ভারতের সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড (সিজিডাব্লিউবি)।
সমীক্ষায় বলা হয়েংছে, যেভাবে ভারতের ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে তাতে ২০৫০ সালে প্রত্যেক ভারতবাসী খাওয়া ও গৃহস্থালি কাজের জন্য দিনে তিন হাজার ১২০ লিটার পানি পাবে। ২০০১ সালে এটি ছিলো পাঁচ হাজার ১২০ লিটার।
ভূবিজ্ঞানীদের আশঙ্কা, গোটা ভারত হবে মহারাষ্ট্রের মারাঠওয়াডা জেলার মতো। ওই জেলায় ভূগর্ভস্থ জলের স্তর এতটাই নিচে যে সেখানকার প্রায় সব মানুষকে পানীয় জল কিনতে হয়।
ভারতে বিগত তিন মাসের উষ্ণতা ২০১৫ সালের বিশ্ব উষ্ণতাকেও ছাপিয়ে গেছে। শুধু এপ্রিলেই গরমের কারণে বিভিন্ন রাজ্যে মারা গেছে কমপক্ষে ১৫০ জন। উষ্ণতার এমন উর্ধ্বমুখী প্রবণতা সামনে রেখে সম্প্রতি ( সিজিডাব্লিউবি ) ভূগর্ভস্থ পানির স্তর নিয়ে এই সমীক্ষা চালায়।