নিজস্ব প্রতিবেদক
ছোট পর্দার জনপ্রিয় জুটি তৌকির – বিপাশা। চলচ্চিত্র, নাটকের পাশাপাশি বিজ্ঞাপনেও দেখা গেছে সফল এই জুটিকে। সম্প্রতি র একটি ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনে অভিনয় করলেন তৌকির – বিপাশা।
এর মাধ্যমে ১৬ বছর পর আবারও বিজ্ঞাপনের মডেল হিসেবে পর্দায় হাজির হচ্ছেন এই তারকা জুটি ।
কেয়া কসমেটিকসের একটি ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনে অভিনয় করলেন তারা। এটি নির্মাণ করেছেন অমিতাভ রেজা। বিজ্ঞাপনটির চিত্রনাট্য করেছেন আসিফ ইফতেখার।
অমিতাভ রেজা বলেন, ‘তৌকীর ও বিপাশার প্রতি দর্শকের আগ্রহ চিরন্তন। এর মাধ্যমে তাদের নতুনভাবে পর্দায় আনতে চেয়েছি।’
তৌকীর আহমেদ বলেন, ‘২০০০ সালে আমি আর বিপাশা বসুন্ধরা হাউজিংয়ের একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছিলাম। এরপর বিপাশার সঙ্গে অনেক নাটকে কাজ করলেও বিজ্ঞাপন করা হয়নি। ১৬ বছর পর বিজ্ঞাপনে কাজ করে বেশ ভালো লাগল। গল্পনির্ভর এই বিজ্ঞাপনচিত্র আশা করি দর্শকের ভালো লাগবে।’
বিপাশা হায়াত বলেন, ‘অমিতাভ রেজা দেশের সেরা একজন বিজ্ঞাপনচিত্র নির্মাতা। তার বিজ্ঞাপনের গল্প সব সময় ভিন্নধর্মী। নতুন এই বিজ্ঞাপনে আমাকেও ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।’
প্রতিক্ষণ/এডি/এস আর এস