কেন মশা আপনাকে বেশি কামড়ায়?!

প্রকাশঃ এপ্রিল ২৯, ২০১৬ সময়ঃ ৭:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

Mosquito_cartoon

আমাদের সবাইকেই কম বেশি মশা কামড়ায়। কিন্তু আপনি লক্ষ্য করলেই দেখবেন, আমাদের পরিবারে কিংবা বন্ধুদের গ্রুপে এমন দু একজন ব্যক্তি থাকেন যারা সবসময় অভিযোগ করেন, তাদেরকে অন্যদের তুলনায়  বেশি মশা কামড়ায়। আসলেই কি এমনটা ঘটে? কাউকে কাউকে কি মশা অন্যদের তুলনায় বেশি কামড়ায়? বৈজ্ঞানিক পরীক্ষা কিন্তু এ প্রশ্নের উত্তরে হ্যা সূচক রায়ই দিয়েছে। এবং বলে দিয়েছে একজন মানুষের মধ্যে কোন কোন বৈশিষ্ট্য থাকলে তাকে মশা বেশি কামড়ায়।

আসুন দেখে নিই সেই বৈশিষ্ট্যগুলো।

১। যে সকল মানুষের শরীরে ‘ও’ গ্রুপের রক্ত রয়েছে, তাঁদের নাকি বেশি মশা কামড়ায়। এই ধরনের রক্ত থাকার কারণে ত্বকে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া হয়, যা মশাকে আকৃ‌ষ্ট করে।

২। যে সকল মানুষ অধিক পরিমাণে শ্বাস-প্রশ্বাস নেয় ও ছাড়ে  তাঁদের মশা বেশি কামড়ায়। কারণ কার্বন ডাই অক্সাইড ছাড়ার সময় মশারা আকৃষ্ট হয়।

৩। যাঁদের উচ্চ রক্তচাপ রয়েছে এবং ঘাম বেশি হয়, তাঁদেরকে মশা বেশি কামড়ায়।

৪। যদি কারো শরীরের বিভিন্ন অংশে ব্যাকটেরিয়া বাসা বাঁধে তাহলেও মশারা বেশি কামড়াতে আকৃষ্ট হয়।

৫। যারা প্রচুর পরিমাণে বিয়ার পান করেন  তাঁদেরও নাকি মশা বেশি কামড়ায়। বিয়ার পানের ফলে রক্ত গরম হয়ে ওঠে, যার ফলে মশারা ছুএ আসে বিয়ারপ্রেমীর দিকে।

৬। গর্ভবতী মহিলাদেরও মশা বেশি কামড়ায়।

৭। মশারা নাকি কিছু কিছু রঙ চিনতে পারে। নীল, লাল এবং কালো পোশাক পরা থাকলেই নাকি মশারা কামড়ানোর জন্য টার্গেট বানিয়ে ফেলে।

৮। অনেক সময় জিনগত কারণেও মশা বেশি কামড়াতে পারে।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G