স্বাস্থ্য সুরক্ষায় এলাচ

প্রকাশঃ জানুয়ারি ৩০, ২০১৫ সময়ঃ ৬:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৭ পূর্বাহ্ণ

download

এলাচ মূলত মসলার একটি অংশ। লবঙ্গ, দারচিনি, গোলমরিচ এবং এলাচ গরম মসলার সঙ্গেই ব্যবহার হয়ে থাকে। কিন্তু রান্নার স্বাদের পাশাপাশি এলাচ স্বাস্থ সুরক্ষায় বেশ উপকারী। চলুন জেনে নেই স্বাস্থ সুরক্ষায় এলাচের কিছু উপকারীতা সম্পর্কে।

১. এলাচ ক্যান্সার প্রতিরোধে কাজ করে।

২. কালো এলাচ চিবুলে মুখের দুর্গন্ধ, মাঢ়ি দিয়ে রক্তপাত অথবা দাঁত ক্ষয় হওয়ায় আরাম পাওয়া যায়।

৩. মাথাব্যথা থেকে তাৎক্ষণিক মুক্তি পেতে এলাচ তেলের ব্যবহার করলে সুফল পাওয়া যায়।

৪.শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা হুপিংকাশি, ফুসফুস সংক্রমণ ও অ্যাজমার মতো সমস্যায় এলাচ খুবই উপকারী।

৫. এলাচ মানসিক অস্থিরতা দূর করে।

৬. কালো এলাচ হৃদরোগ প্রতিরোধ করে, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে।

৭. কালো এলাচ রক্তসঞ্চালন বাড়ায়।

৮. ত্বকের কালো দাগ দূর করতে এলাচ কার্যকরী ভূমিকা রাখে।

তাই কেবল রান্নায় বাড়তি স্বাদ যোগ করতেই নয়, স্বাস্থ সুরক্ষায় এলাচ ব্যবহার করুন প্রতিদিন।

প্রতিক্ষণ/এডি/ আফরোজা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G