দাবানলে শহর খালি করা হলো কানাডায়
প্রতিক্ষণ ডেস্কঃ
কানাডার ফোর্ট ম্যাকমারে শহরে বিশাল দাবানল ছড়িয়ে পড়ায় শহরের ৮০ হাজারের বেশি মানুষকে শহরে ছেড়ে যেতে বলা হয়েছে। শহরের প্রায় সব জায়গায় আগুন ছড়িয়ে পড়ার কারণে গোটা শহরই খালি করে দেওয়া হয়েছে। ফোর্ট ইয়াকমারের আলবার্টা প্রদেশে পুরো শহর খালি করে দেওয়ার মতো এমন ঘটনা আগে কখনো ঘটেনি।
খবরে জানা গেছে, আগুন শহরের পেট্রল স্টেশন, বেশিরভাগ ঘরবাড়ি এবং একটি হোটেল ধ্বংস করে দিয়েছে। তবে হতাহতের কোনো খবর এখনও আসে নি।
এই বিধ্বংসী দাবানল পুরো শহরটিকে লন্ড-ভন্ড করে দিয়েছে। শহরে ঢোকার প্রধান সড়কে আগুন ছড়িয়ে পড়ায় কিছুক্ষণের জন্য মূল সড়কটি বন্ধ করে দেওয়া হয়। আগুন যেভাবে ছড়িয়ে পড়েছে তাতে দক্ষিণে যাবার পথ বন্ধ হয়ে গেছে। ফলে শহরবাসী মানুষ উত্তরে পালাচ্ছে।
প্রদেশের প্রধানমন্ত্রী বলেছেন সব মানুষকে শহর থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়াই এখন তাদের মূল চিন্তা। তবে দমকা হাওয়া আর প্রচন্ড তাপের কারণে আগুন আয়ত্তে আনতে সমস্যা হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া