বাচ্চা কাঁদলেই ছাড়!

প্রকাশঃ মে ৬, ২০১৬ সময়ঃ ৬:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৭ অপরাহ্ণ

file (1)বাচ্চার কান্নার আওয়াজ শুনতে শুনতে যে মায়েরা কানে তুলা দেওয়ার কথা ভাবছেন; তাদের জন্য সুখবর নিয়ে এসেছে আমেরিকান এয়ারলাইন জেটব্লু এয়ারওয়েজ। বাচ্চা তাদের বিমানে উঠার পর যতবার কাঁদবে ততবার ২৫ শতাংশ ছাড় পাবেন পরবর্তী বিমান ভ্রমণের জন্য। তাদের এ ধরণের উদ্যোগের পেছনের কারণ ‘মা দিবস’এ সব মায়েদের জন্য একটু আনন্দের ব্যবস্থা করা।

শুধু এখানে শেষ নয়, শিশু দুইবার কান্না করলে ৫০ শতাংশ ছাড় পাবে। আর এভাবে যদি মোট চারবার শিশু কান্না করে তাহলে পরবর্তী যাত্রায় শিশুটির মা-বাবার কোন ফি জমা দিতে হবে না। শুধুমাত্র মা দিবসের দিন অর্থাৎ ৮ই মে’র জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে। যাক বাচ্চারা এবার ইচ্ছা মতো কান্না করলে মায়েরা বিরক্ত হয়ে চ্যাঁচামেচি করবে না; শুধু খুশিতে একগাল হাসবে।

==========

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G