কীভাবে তৈরি করবেন তালের কেক?

প্রকাশঃ মে ১২, ২০১৬ সময়ঃ ৩:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৪ অপরাহ্ণ

1936114_1991810111044611_8445483889451951457_n

উপকরণ
✤ ময়দা ১ কাপ,
✤ ডিম ৪টা,
✤ বাটার ১ কাপ,
✤ তালের গোলা ২ টেবিল চামচ,
✤ বেকিং পাউডার আধা চা চামচ,
✤ কেক ইম্প্রভার আধা চা চামচ,
✤চিনি আধা কাপ।


প্রণালি :
ময়দা ও বেকিং পাউডার চেলে নিন, একটা পাত্রে বাটার ও চিনি বিট করে এতে একটা একটা ডিম দিয়ে বিট করে নিন। এবার তালের গোলা ও ময়দা দিয়ে আলতো করে মিশিয়ে ডায়াসে ঢেলে প্রিহিট ওভেনে ১৬০০ তাপে ২০ মিনিট বেক করে নিন। তৈরি হয়ে গেল মজার স্বাদের তালের কেক।

=======

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G