লন্ডনের একটি রাস্তার নিচে স্বর্ণের খনি

প্রকাশঃ মে ১৮, ২০১৬ সময়ঃ ৪:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

119711_14

লন্ডনের রাস্তায় হয়তো স্বর্ণ গড়াগড়ি খায় না, তবে বিশ্বের বড় একটি স্বর্ণের মজুদ আছে লন্ডনেরই একটি রাস্তার নিচে। লন্ডনের একটি রাস্তায় মাটির নিচে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় একটি স্বর্ণের মজুদ। এর পরিমাণ সাড়ে ৫ হাজার ১৩৪ টন। এগুলো ১২.৪ কেজির একেকটি বার আকারে পাঁচ লাখ স্বর্ণ বার রাখা আছে। এগুলো ব্যাংক অব ইংল্যান্ডের সাতটি ভল্টে মজুদ থাকা স্বর্ণ। প্রতিটি স্বর্ণ বারের দাম সাড়ে তিনলক্ষ পাউন্ড বা বাংলাদেশি চারকোটি টাকার বেশি।

gold

লন্ডনের থ্রেডনিডল স্ট্রিটের নিচে দুইটি তলার কয়েকটি ভল্টে স্বর্ণগুলো রাখা আছে। সেখানে জেপি মরগান এবং এইচএসবিসির মালিকানায় আরও ছয়টি ছোট আকারের ভল্ট রয়েছে, যেখানে এসব ব্যাংকের স্বর্ণ আছে। সব মিলিয়ে এই সড়কের নিচে স্বর্ণ আছে সাড়ে ৬ হাজার টনের বেশি। এর চেয়ে বেশি স্বর্ণ জমা আছে একমাত্র নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে।

অবশ্য এসব স্বর্ণের পুরোটার মালিক ব্যাংক বা ব্রিটেনের সরকার নয়।  বেশিরভাগ স্বর্ণের মালিক বাণিজ্যিক বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান। ভল্টে যেসব সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান স্বর্ণ জমা রাখে, তার একটি এডরিশ অ্যাশ বলছে, বেসরকারি মালিকানার স্বর্ণের মধ্যে বিনিয়োগ ফান্ড, ধনী পরিবারের সম্পদ, ট্রাস্ট ফান্ড ইত্যাদির স্বর্ণ রয়েছে।

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G