নিজস্ব প্রতিবেদক
গত ২২শে এপ্রিল রাজধানীসহ সারাদেশে একযোগে মুক্তি পেয়েছিলো আশিকুর রহমান পরিচালিত চলচ্চিত্র ‘মুসাফির’। আরিফিন শুভ ও নবাগত মারজান জেনিফা অভিনীত বহুল প্রতিক্ষিত এই ছবিটি নিয়ে শুরু থেকেই যেমন ছিলো আলোচনা-সমালোচনা তেমনি দর্শকমহলে ছিলো ছবিটির প্রতি বাড়তি আগ্রহ। মুক্তির পর প্রেক্ষাগৃহে দর্শক চাহিদা সত্বেও ব্যবসায়িক ক্ষতির মুখোমুখি হতে যাচ্ছে ‘মুসাফির’।
সম্প্রতি রিয়াজুল রিজুর ‘বাপজানের বায়োস্কোপ’, রেদওয়ান রনির ‘আইসক্রিম’ চলচ্চিত্রের মতো দর্শক চাহিদা থাকলেও প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে দেয়া হয়েছে ‘মুসাফির’ চলচ্চিত্রটিকে। বিভিন্ন অজুহাত দেখিয়ে ছবিটিকে এড়িয়ে চলছেন প্রেক্ষাগৃহ মালিকরা। এরমধ্যেই দিনাজপুরের অবসর সিনেমা হলে ছবিটি প্রদর্শনকালে পাইরেসির কবলে পড়েছে। এ বিষয়ে, ছবির প্রযোজক জানান,
‘ঈদের সময় ছবিটি দেশের বাইরে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিলাম। অথচ অবসর প্রেক্ষাগৃহ ছবিটি পাইরেসি করেছে। আমি এর সব প্রমাণ পেয়েছি। এখন মামলা করার প্রস্তুতি নিয়েছি।’
আরোফিন শুভ, জেনিফা ছাড়াও ‘মুসাফির’ চলচ্চিত্রে ছবিতে আরও অভিনয় করেছেন প্রসুন আজাদ, রেবেকা, টাইগার রবি, শিমুল খান, জাদু আজাদ, সিন্ডি রোলিং ও মিশা সওদাগরপ্রমুখ। ছবিটি প্রযোজনা করছে পারসেপচুয়াল পিকচার্স ও ইনট্র্যাক ফিল্মস।