গাড়ির সাথে চলবে এবার মোবাইল ফোনও

প্রকাশঃ মে ২৫, ২০১৬ সময়ঃ ৭:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৫ অপরাহ্ণ

HTC_loudspeaker

আপনার নিরাপদে গাড়ি চালানো এবং মোবাইল ব্যবহারের জন্য নতুন করে এলো লজিটেকের নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ জিরোটাচ। এরবেশ কিছু চমৎকার ফিচার গাড়ি চালানো অবস্থায় যেমন, মোবাইল ব্যবহার করা সহজ করে তোলে তেমনই কমিয়ে ফেলে দুর্ঘটনার ঝুঁকি। খুব স্বাচ্ছন্দে এবং সহজেই ব্যবহার উপযোগী এই অ্যাপটি নিঃসন্দেহে আপনার মুঠোফোন কে করে তুলবে আরো বেশি স্বার্ট।

অ্যান্ড্রয়েড কিটক্যাটে চলা এই অ্যাপে রয়েছে স্মার্ট ব্লুটুথ এবং এনএফসি টেকনোলজি। গাড়ির ফোনহোল্ডারে রেখে অ্যাপটি চালু করলেই এটি হয়ে ওঠে একটি আদর্শ কো-পাইলট। এটি এমনভাবে তৈরি যাতে চালকের চোখ সবসময় রাস্তায় থাকে এবং মোবাইল চালানোর জন্য হাত ব্যবহার করতে না হয়।

অ্যাপটির সবচেয়ে বড় সুবিধা হলো এর ভয়েস কমান্ড। খুব সহজেই সাধারণ নির্দেশ ধরতে পারে এবং সহজেই হ্যান্ডস-ফ্রি কল দিতে, মেসেজ লিখতে, গান বাজাতে অথবা সামনের পথ বাতলে দিতে পারে। যদি কিছু সময় পর স্ক্রিন বন্ধ হয়ে যায় তাহলে ধরে আবার চালু করতে হবে না। কেবল স্ক্রিনের সামনে হাত রাখলেই ফোন আবার সজাগ হয়ে উঠবে।

ঝুঁকি থাকলেও গাড়ি চালানোর সময় মোবাইল প্রায় সময়ই ব্যবহার করতে হয়। জিরোটাচ অ্যাপ সেই ঝুঁকি নিঃসন্দেহে কমিয়ে দেয়।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G