ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৫ অভিবাসীর মৃত্যু

প্রকাশঃ মে ২৬, ২০১৬ সময়ঃ ৬:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

Overview_Map_Eastern_Mediterranean_Sea_using_provinces_(English)

ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবিতে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। তবে দূর্ঘটনাকবলিত নৌকা থেকে কমপক্ষে ৫৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ইতালির নৌবাহিনীর ক্যামেরায় অভিবাসীবাহী নৌকা ধরা পড়ার পর এদের জীবিত উদ্ধার করা হয়।

এসব যাত্রীদের উদ্ধারের সময় নৌকার যাত্রীরা একপাশে চলে আসলে নৌকাটি ডুবে যায়। এতে পাঁচজন মারা যান এবং ৫৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ ছাড়া বুধবার অপর এক অভিবাসীবাহী নৌকা থেকে ১০৮ জনকে উদ্ধার করে ইতালির কোস্ট গার্ড।

সম্প্রতি অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে ছয় হাজারের মতো অভিবাসীকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করেছে ইতালিয় কোস্ট গার্ড। মানবাধিকার সংস্থা বলছে, ইউরোপীয় ইউনিয়ন এবং তুরস্কের সঙ্গে শরণার্থী ইস্যুতে চুক্তি হওয়ার পর লিবিয়া এবং ইতালি উপকূল দিয়ে অবৈধভাবে ইউরোপে পাড়ি জমাচ্ছে অভিবাসীরা।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G