খিলগাঁওয়ে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা: দগ্ধ ৭

প্রকাশঃ জানুয়ারি ৩০, ২০১৫ সময়ঃ ১০:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৬ অপরাহ্ণ

নিজেস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

bus fire 4রাজধানীর খিলগাঁও পুলিশ ফাঁড়ির পাশে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

এতে বাসটিতে আগুন ধরে গেলে ৭ যাত্রী  অগ্নিদগ্ধ হয়।

শুক্রবার রাত সোয়া ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন রাজু আহমেদ (২০), জীবন (২৪), সাবেক পুলিশ সদস্য জালাল আহমেদ (৪৫) ও জামাল হোসেন (২৪)। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৯ টার দিকে খিলগাঁও বিশ্বরোডস্থ পুরাতন পুলিশ ফাঁড়ির পাশে তুরাগ পরিবহনের একটি বাসে যাত্রীবেশী কয়েকজন বাসে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুইয়া জানান, তুরাগ পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে কয়েকজন ব্যক্তি দগ্ধ হন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিক্ষণ /এডি /কবির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G