সুইজারল্যান্ডে বিশ্বের দীর্ঘতম রেল সুড়ঙ্গ উদ্বোধন
প্রতিক্ষণ ডেস্কঃ
সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট ইউহান স্নেইডার-আম্মান আজই বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও গভীর, গোথার্ড সুড়ঙ্গ রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। প্রাথমিকভাবে নকশা প্রণয়নের প্রায় সাত দশক এবং নির্মাণ কাজ শুরু হওয়ার প্রায় দুই দশক পর এটি চালু হল।
সুইস আল্পস পর্বতের নিচ দিয়ে ৫৭ কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গ রেলপথ উত্তর ও দক্ষিণ ইউরোপের মধ্যে দ্রুত গতির রেল যোগাযোগ স্থাপনে এক নতুন দিগন্তের সূচনা করল। এখন প্রতিদিন অনাযাসে এই লাইন দিয়ে ২৬০টি মালবাহী ট্রেন ও ৬৫টি যাত্রীবাহী ট্রেন যাতায়ত করতে পারবে।সুইজারল্যান্ড বলছে, ইউরোপে পণ্য পরিবহনের ক্ষেত্রে এই রেলপথ একটা নতুন বিপ্লব ঘটাবে।
সুড়ঙ্গটি তৈরির ফলে এখন নেদারল্যান্ডসের বন্দর শহর রটারডাম থেকে ইটালির জেনোয়া বন্দর পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ তৈরি হলো।
জাপানের ৫৩.৯ কিলোমিটার দীর্ঘ সেইকান রেল টানেলকে দ্বিতীয় স্থানে এবং যুক্তরাজ্য ও ফ্রান্সকে সংযোগকারী ৫০.৫ কিলোমিটার দীর্ঘ চ্যানেল টানেলকে তৃতীয় অবস্থানে ফেলে এটিই এখন বিশ্বের দীর্ঘতম রেল সুড়ঙ্গ।
উল্লেখ্য, ১৯৪৭ সালে সুইস প্রকৌশলী কার্ল এডোয়ার্ড গ্রুনার এ টানেলের প্রথম নকশা করেন। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে ১৯৯৯ সালের আগ পর্যন্ত এর নির্মাণ কাজ শুরু করা সম্ভব হয়নি।
পরে, এর নির্মাণ কাজ শুরু করা হয় এবং তা শেষ করতে ১৭ বছর সময় লাগে। এতে খরচ হয় প্রায় ১২শ কোটি ডলার।
খরচ এবং পরিবেশের ওপর প্রতিক্রিয়া নিয়ে অনেক মানুষের উদ্বেগের কারণে প্রকল্পটি হবে কি হবেনা – তা নিয়ে ১৯৯২ সালে গণভোট হয়েছিলো সুইজারল্যান্ডে।
প্রতিক্ষণ/এডি/আরএম