জয়পুরহাটে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে গুলি
নিজস্ব প্রতিবেদকঃ
জয়পুরহাট সদরের ভাদশা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এ কে আজাদসহ দুইজনকে গুলি ও কুপিয়ে আহত করা হয়েছে।
শনিবার রাত ১০টার দিকে স্থানীয় গোপালপুর বাজারের অদূরেই এ ঘটনা ঘটে বলে জানান সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল।
গুলিবিদ্ধ আবুল কালাম আজাদ ২য় দফায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন
তিনি বলেন, স্বতন্ত্রভাবে নির্বাচিত চেয়ারম্যান আজাদ ভাদশা বাজার থেকে প্রতিদিনের মতো মোটরসাইকেল যোগে কোচকুড়ি গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন।
“পথে গোপালপুর আদিবাসীপাড়া এলাকায় ১০-১২ জনের একদল মুখোশধারী ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর তার পেটে গুলি করে।
গুলিবিদ্ধ নয়ন কোচকুড়ি গ্রামের অজিত কুমার বর্মণের ছেলে। সদর হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ আলী জানান, আজাদের বুক ও মাথাসহ বিভিন্ন স্থানে সাত-আটটা কোপের চিহ্ন রয়েছে।
“অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে হেলিকপ্টার যোগে তাদের ঢাকা স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রতিক্ষণ/এডি/অারএম