আত্নঘাতী বোমা হামলায় তুরস্কে নিহত ১১
প্রতিক্ষণ ডেস্কঃ
তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের টুরিস্ট শপিং এরিয়া ইস্তিকলাল স্ট্রিটে আত্নঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে। আজ বুধবার সকালে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের কাছে ঐতিহাসিক বায়েজিত স্কয়ারে তুর্কি পুলিশ বহনকারী একটি বাসকে এই হামলার টার্গেট করা হয়।
বিস্ফোরনের পর ঘটনাস্থলে গুলির শব্দ শোনা গেছে। পুলিশ অফিসারের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এই হামলায় ৭ জন পুলিশ অফিসার, ৪ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন এবং অন্তত ৩৬ জন আহত হয়েছেন বলে ইস্তাম্বুলের গভর্ণর ভ্যাসিপ সাহিন নিশ্চিত করেছেন।
ঘটনার বিবরনীতে জানা যায়, বিস্ফোরক ভর্তি একটি গাড়ি রাস্তার পাশে পার্ক করা ছিল। পুলিশের একটি বাস যখন এর পাশ দিয়ে যাচ্ছিল তখন রিমো কন্ট্রোলের সাহায্যে বিস্ফোরন ঘটানো হয়।
পুলিশ বাসের পাশে পুড়ে কালো হয়ে যাওয়া আংশিকভাবে ধ্বংসপ্রাপ্ত যানবাহন দেখা যাচ্ছিল যা বিস্ফোরনের ধাক্কায় উল্টে গিয়েছিল।
বিস্ফোরনের কারণে আশেপাশের ভবন ও গাছপালাও ক্ষতিগ্রস্ত হয় ও ভেঙ্গে রাস্তায় ছড়িয়ে পড়ে।
তুরস্কের সীমান্তবর্তী দেশ সিরিয়ায় গৃহযুদ্ধ চলার ফলে এবং দেশের দক্ষিণ-পূর্বে কুর্দিদের এলাকায় তুরস্কের নিরাপত্তা বাহিনীর অভিযানের ফলে তুরস্কে এই ধরণের হামলার পরিমাণ বাড়ছে।
আইসিস বা অন্য কোন জঙ্গি গোষ্ঠী এখনো এই হামলায় দায় স্বীকার করেনি।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া