বিশ্বে নারীদের জন্য ইতিহাস গড়লেন হিলারি

প্রকাশঃ জুন ৮, ২০১৬ সময়ঃ ৮:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

Hillary-Clinton20160228025638

প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেট ভোট জয় করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন হিলারি ক্লিনটন। গত রোববার পুয়ের্তো রিকোর প্রাইমারিতে জয়ের পর সুপার ডেলিগেটদের সমর্থনের বন্যা বয়ে যায় হিলারির দিকে। এরপরই তার মনোনয়ন নিশ্চিত হয়ে যায়। এর মাধ্যমে ইতিহাসও গড়লেন হিলারি।

যুক্তরাষ্ট্রের ২৪০ বছরের ইতিহাসে হিলারি ক্লিনটন হচ্ছেন প্রথম নারী যিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারলে সে দেশের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে আরও একটি ইতিহাস রচনা করবেন তিনি। এ ঘটনায় তাকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

ডেমোক্রেটদের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা বাছাইয়ের লড়াই শেষ হয়েছে। সুপার টুইসডেতে অনুষ্ঠিত ছয়টি প্রাইমারির চারটিতেই জয় পেয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তবে গত সোমবারই তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম নারী প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন নিশ্চিত করেছেন। এখন দলের আনুষ্ঠানিক ঘোষণাটি কেবল সময়ের ব্যাপার মাত্র।

মঙ্গলবার শেষ ছয়টি অঙ্গরাজ্য রাজ্য যথা: ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি, মনটানা, সাউথ ডেকোটা, নর্থ ডেকোটা ও নর্থ মেক্সিকোতে ভোট অনুষ্ঠিত হয়। এইদিন ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি, সাউথ ডেকোটা ও নর্থ মেক্সিকোতে বিপুল ভোটে বিজয়ী পেয়েছেন হিরারি। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স জয় পেয়েছেন বাকি দুটি অঙ্গরাজ্যে।

এর আগে রোববার পুয়ের্তো রিকো প্রাইমারিতে  বড় জয় পাওয়ার পরই তার ডেমোক্রেট দল থেকে মনোনয়ন পাওয়ার বিষয়টি অনেকটা নিশ্চিত হয়ে যায়। এই নির্বাচনের পরই তিনি প্রয়োজনীয় ২ হাজার ৩৮৪ ডেলিগেটের সমর্থন পেয়েছিলেন।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G