লক্ষ্মীপুরে বাসে পেট্রোলবোমা, চালক নিহত

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ২:৩৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৪ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

bus agunলক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোলবোমার আঘাতে বাস চালক সুমন হোসেন (৩০) অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।

উন্নত চিকিৎস্যার জন্য নোয়াখালী নেওয়ার পথে শুক্রবার রাত পৌনে ১১ টার দিকে তার মৃত্যু ঘটে।

নিহত সুমনের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায়।

এসময় বাসের ৯ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের যাদৈয়ার কাছিদ বাড়ি ব্রিজ এলাকায় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দুষ্কৃতিকারীরা মজুচৌধুরীরহাট-চট্টগ্রাম রুটের আশিক পরিবহনের (ঢাকা মেট্রো-১৭-০৭০২) একটি যাত্রীবাহী বাস লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাস চালক সুমন অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সুমন হোসেনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পথে রাত পৌনে ১১ টার দিকে সুমনের মৃত্যু হয়।

প্রতিক্ষণ /এডি/ কবির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G