হিলারিকে ওবামার সমর্থন

প্রকাশঃ জুন ১০, ২০১৬ সময়ঃ ১:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

160228044624_sp_hillary_obama_640x360_getty_nocredit

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের হয়ে মনোনয়ন পেতে প্রয়োজনীয় প্রতিনিধি সমর্থন আগেই পেয়েছিলেন হিলারি ক্লিনটন। এবার পেলেন প্রেসিডেন্ট বারাক ওবামার আনুষ্ঠানিক সমর্থনও। ফলে এটা মোটামুটি নিশ্চিত যে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের হয়ে লড়তে যাচ্ছেন হিলারি।

হিলারি ক্লিনটনের টুইট করা এক ভিডিও মেসেজে প্রেসিডেন্ট ওবামাকে বলতে শোনা যায়, প্রেসিডেন্ট পদের জন্য যেকোনো সময়ের বিচারে হিলারিই হয়তো সবচেয়ে যোগ্য প্রার্থী। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন পেয়ে ইতিহাস গড়ার জন্য তিনি হিলারিকে অভিনন্দন জানান।

ওবামা আরো বলেন, একজন প্রেসিডেন্টের জটিল দায়িত্ব পালনে হিলারি একজন উপযুক্ত ব্যক্তি বলেই তিনি মনে করেন।

কিন্তু তাতে হাল ছাড়ছেন না ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। আগামী সপ্তাহে ওয়াশিংটন ডি.সি.-তে অনুষ্ঠিতব্য শেষ দফা প্রাইমারিতে তিনি লড়াই করছেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠক শেষে স্যান্ডার্স জানিয়েছেন, জুলাইতে দলের সম্মেলনে যদি হিলারি চূড়ান্ত মনোনয়ন পান, তাহলে তিনি তার পক্ষে কাজ করবেন।

কারণ তিনিও মনে করেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার জন্য উপযুক্ত ব্যক্তি নন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক এবং রিপাবলিকান উভয় দলেরই মনোনয়ন চূড়ান্ত হবে জুলাই মাসে। তবে, মঙ্গলবারই প্রয়োজনীয় সংখ্যক দলীয় প্রতিনিধির সমর্থন নিশ্চিত করেছেন হিলারি ক্লিনটন।

 

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G