মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্টের ১৫ বছরের জেল
প্রতিক্ষণ ডেস্কঃ
মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে হত্যার পরিকল্পনাকারী হিসেবে দোষী সাব্যস্ত হয়েছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আহমেদ আবিদ।বর্তমান প্রেসিডেন্ট হত্যার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে দেশটির সাবেক প্রেসিডেন্ট আহমেদ আদিবকে গতকাল বৃহস্পতিবার আদালতের রায়ে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
গত সেপ্টেম্বরে মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে বহনকারী একটি স্পিডবোটে বিস্ফোরণ ঘটে। ওই স্পিডবোটে তিনি এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরছিলেন। বিস্ফোরণে আবদুল্লাহ ইয়ামিন অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তবে তাঁর স্ত্রীসহ কয়েকজন সফরসঙ্গী আহত হন।
স্পিডবোট বিস্ফোরণের কয়েক সপ্তাহ পরই তৎকালীন ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে আবদুল্লাহ ইয়ামিন হত্যার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ করা হয়।
গত বৃহস্পতিবার মালদ্বীপের আদালতের রায়ে আবদুল্লাহ ইয়ামিন হত্যার পরিকল্পনার অভিযোগে আহমেদ আদিবকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। আর আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে ১০ বছর দণ্ড হয়েছে তাঁর। এ ছাড়া আদিবের দুই দেহরক্ষীকেও ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
স্পিডবোট বিস্ফোরণের ঘটনায় যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন আহমেদ আদিব। তাঁর আইনজীবী মুসা সিরাজি বলেন, শিগগিরই আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
প্রতিক্ষণ/এডি/অারএম