লিংকডইন কিনে নিচ্ছে মাইক্রোসসফট
নিজস্ব প্রতিবেদক
পেশাজীবীদের নেটওয়ার্কিং ওয়েবসাইট লিংকডইন কিনে নিচ্ছে মাইক্রোসসফট। সোমবার মাইক্রোসসফট করপোরেশন ও লিংকডইন করপোরেশন এ সংক্রান্ত চুক্তির কথা ঘোষণা করেছে। চুক্তি অনুযায়ী, প্রতি শেয়ার ১৯৬ ডলার করে ২ হাজার ৬০২ কোটি ডলার মূল্যমানের লিংকডইনের সব শেয়ার কিনে নেবে মাইক্রোসসফট। এ বিষয়ে মাইক্রোসসফট জানায়, লিংকডইনের স্বাধীনতা ও স্বতন্ত্র ব্যান্ড-বৈশিষ্ট্য বজায় থাকবে।
এদিকে, বিশেষজ্ঞরা মনে করছেন, মাইক্রোসসফটের ব্যবসার প্রসারে গতি আনবে লিংকডইন।
প্রতিক্ষণ/এডি/এস আর এস