ব্রিটিশ এমপিকে গুলি করে হত্যা

প্রকাশঃ জুন ১৭, ২০১৬ সময়ঃ ৫:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

image-710

যুক্তরাজ্যে গুলি করে ছুরি মেরে লেবার পার্টির এক নারী এমপিকে হত্যা করা হয়েছে তার নিজের এলাকায়। ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলে একটি লাইব্রেরির কাছে বৃহস্পতিবার এ ঘটনার পর যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে থাকা প্রশ্নে গণভোটের প্রচার স্থগিত করা হয়েছে।

জানা যায়, ব্রিস্টলে একটি বৈঠক করার প্রস্তুতি নেওয়ার সময় হামলার শিকার হন তিনি। এ সময় তাকে লক্ষ্য করে বেশকয়েকবার গুলি করা হয় এবং ছুরি দিয়ে আঘাত করা হয়। গুলিবিদ্ধ হওয়ার পরপরই তাকে আশঙ্কাজনক অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যুক্তরাজ্যের পার্লামেন্টে বিরোধী দল লেবার পার্টির বেটলি অ্যান্ড স্পেন আসনের এমপি ছিলেন জো কক্স। হামলায় ৭৭ বছর বয়সী আরেকজন সামান্য আহত হয়েছেন।

ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে, তারা ব্রিস্টলের মার্কেট স্ট্রিট থেকে ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে। হামলায় আরও কেউ জড়িত কিনা তা খুঁজে দেখছে পুলিশ।

রয়টার্স লিখেছে, কক্স যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকার পক্ষে সোচ্চার ছিলেন। ব্রিস্টলে একটি বৈঠক করার প্রস্তুতি নেওয়ার সময় হামলার শিকার হন।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G