বিদ্যুতের পর খালেদার ডিস-ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ১:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১১ অপরাহ্ণ

khaleda office 2বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পর এবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ের ডিস (ক্যাবল) ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।

চেয়রপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রতিক্ষণ ডটকমকে জানিয়েছেন, আজ সকাল সাড়ে ৮ টা থেকে ডিস লাইনে তারা কোনো ধরনের স্যাটেলাইট চ্যানেল দেখতে পাচ্ছেন না। এর কিচ্ছুক্ষণ পর বিচ্ছিন্ন করা হয় ইন্টারনেট সংযোগ।

শুক্রবার রাত ৩টার দিকে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করা হয়েছিল। তার মাত্র সাড়ে ৫ ঘণ্টার ব্যবধানে এবার ডিস ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হলো।

এদিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সেখানে জেনারেটর দিয়ে বিদ্যুতের কাজ চালানো হচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষেদের এক সমাবেশে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, ‘আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে অবরোধ ও হরতাল প্রত্যাহার না করলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলাশান কার্যালয়ের গ্যাস, পানি ও বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেয়া হবে।’

কিন্তু তার এ ঘোষণার পরপরই সারাদেশে আগামীকাল রোববার থেকে ৭২ ঘণ্টার হরতাল ডাকে ২০ দলীয় জোট।

প্রতিক্ষণ /এডি/ বাতেন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G