“কর্তব্য থেকে যাকাত আদায় করুন”
প্রতিক্ষণ ডেস্কঃ
চিত্রনায়ক আলমগীর বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন মহাতারকা। জনপ্রিয়তা থেকে শুরু করে সমালোচক প্রশংসা ও নামীদামী পুরুস্কার – সবকিছুই অর্জন করেছেন তিনি। আলমগীর হোসেন নামে খোলা ফেসবুকে তাঁর পেইজ থেকে সোমবার রমজান মাস উপলক্ষ্যে যাকাত সম্পর্কিত একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। যেখানে তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন লোক দেখানো যাকাত আদায় না করে কর্তব্য পালনের খাতিরে যাকাত আদায় করতে।
প্রতিক্ষণের পাঠকদের জন্য আলমগীরের পোস্টটি পুরোটা তুলে ধরা হলো।
“লোক দেখানো যাকাত না আদায় করে কর্তব্য থেকে যাকাত আদায় করুন।
১০০ জনকে ১০০ পিছ লুঙ্গি,কাপড় না দিয়ে সেই টাকা দিয়ে ১০ জনকে কর্মসংস্থান করে দেওয়াটাই উত্তম যাকাত হবে বলে আমি মনে করি।
যাকাত দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে অসচ্ছলদের সচ্ছল করা।
কিছু লুঙ্গি বা কাপড় দিয়ে যাকাত আদায় করলেই যাকাত আদায় হয় না।
এখন বেশীরভাগ মানুষ যাকাত দান করেন নিজেদের সুনাম অর্জন করার জন্য।
ঢাক ডোল বাজিয়ে মিডিয়ায় প্রচার করে যাকাত দান করেন।
আল্লাহ সবাইকে সঠিক পথে চলার তাউফিক দান করুন।
আমার মতের সাথে দ্বিমত থাকলে বলতে পারেন।”
প্রতিক্ষণ/এডি/সাদিয়া