ফেসবুকে অনুবাদ হবে স্ট্যাটাস
প্রতিক্ষণ ডেস্কঃ
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এতদিন অনেক ভাষার স্ট্যাটাসই দেওয়া যেত কিন্তু নির্দিষ্ট ভাষাটি জানা না থাকলে কেউ কারো স্ট্যাটাস বুঝতে পারতো না। আর এই সমস্যা নিয়ে ফেসবুক বেশকিছুদিন ধরেই কাজ করছে এবং পরীক্ষামূলকভাবে চালু করেছে একটি ফিচার।
ফেসবুকের নতুন এই ফিচার ‘মাল্টিলিংগুয়াল কম্পোজার’। এই ফিচারে এ আপনি যা পোস্ট করবেন তা এক সঙ্গে ৪৪টি ভাষায় অনুবাদও করা যাবে । তবে শর্ত হল- সেটা নিজের ভাষায় লিখতে হবে। অর্থাৎ অন্য অ্যালফাবেট ব্যবহার করে নিজের ভাষা লিখলে হবেনা। এক্ষেত্রে পুরোপুরি নিজের ভাষায় লিখতে হবে।
বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারিদের মধ্যে পরীক্ষা চালিয়ে উন্মুক্ত করা হয়েছে এই ফিচার। এই ফিচারে নিজের ভাষায় পোস্ট লিখলে (যেকোনো ভাষা- বাংলা, ইংরেজি, হিন্দি) পোস্টের নিচে ‘রাইট পোস্ট ইন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ’ নামে একটি অপশন দেখা যাবে। এই অপশনে ইনবিল্ড ৪৪টি ভাষা রয়েছে। আর এখান থেকেই যেকোনো ভাষায় লেখাটি অনুবাদ করা যাবে।
ফেসবুক জানিয়েছে, এই ফিচারটি মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে কাজ করবে। বিশ্বব্যাপি ভাষার বাঁধাকে অতিক্রম করে সবার সাথে সংযুক্ত করবে ফেসবুকের নতুন এই ফিচার।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া