ইলেকট্রিক বাইক কাম সাইকেল
একটি ব্যাতিক্রমি ইলেকট্রিক বাইক কাম সাইকেল তৈরি করেছে কোয়েম্বাটুরের একটি সংস্থা স্পেরো বাইক। বাইকটিতে রয়েছে একটি ফাইভ-স্পিড ডিজিটাল গিয়ার সিস্টেম এবং ব্যাটারিটি খুলে নিলেই এটি হয়ে যাবে নিপাট সাইকেল। আবার যেই ব্যাটারিটি যুক্ত করা হবে, স্পেরো হয়ে উঠবে ই-বাইক।
৩ বছর ধরে এই বাইকটি বানিয়েছেন এস মণিকান্দন। স্পেরো বাইকের এই গোটা প্রজেক্টটি ছিল ক্রাউড ফান্ডেড। জানা যায়, ফুয়েলাড্রিম নামক একটি প্ল্যাটফর্ম থেকে সাড়ে নয় লক্ষ টাকা ক্রাউন্ডফান্ডিং পেয়েছে এই কোম্পানি।
বাইকটির বিশেষত্ব হল, সাইকেল থেকে বাইকে পরিণত করার পর স্টার্ট দিলেই মাত্র ১০ সেকেন্ডেই এই ই-বাইক ছুটতে পারে ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। একটি নির্দিষ্ট স্পিড পর্যন্ত চালানোর পরে নাকি এই বাইকটি চলে যাবে ক্রুইজ কন্ট্রোল মোডে। তখন আরোহীকে আর কিছু করতে হবে না।
ই৩০, ই৬০ ও ই১০০— এই তিন ধরনের মাইলেজ রেঞ্জের এই স্পেরো বাইক পাওয়া যাবে কালো, কমলা ও নীল— এই তিন রঙের মডেলে। আগামী মাস থেকেই হয়তো কেনা যাবে এই ব্যাতিক্রমি ইলেকট্রিক বাইক কাম সাইকেল ।
এই ই-বাইকের বেসিক মডেলের দাম ২৯,৯০০ টাকা। ই৬০ এবং ই১০০ মডেলগুলির দাম হবে আনুমানিক ৩৬,৯০০ টাকা এবং ৪৭,৯০০ টাকা। ফুয়েল ড্রিম ওয়েবসাইট থেকে এই সব মডেলগুলিই বুক করা যাবে ।
প্রতিক্ষণ/এডি/এস আর এস