পথভ্রষ্ট তারুণ্য, স্বজনদের হাহাকার
প্রতিক্ষণ ডেস্কঃ
পরপর দুটি জঙ্গি হামলায় কেঁপে উঠেছে বাংলাদেশ। যা দেশবাসী কখনো কল্পনাও করেনি সেটাই সত্যি হয়ে দেখা দিল বাংলার বুকে। আমাদের দেখতে হলো যে, বাংলার সন্তানরা জঙ্গি। বাংলাদেশের যে তরুণের দেশের ভবিষ্যত হওয়ার কথা, দেশের গৌরব হওয়ার কথা, তারাই দেশের ও পরিবারের জন্য বয়ে আনছে লজ্জা। এই লজ্জা পরিবারের সদস্যদেরই যেন বেশি। তাইতো বুকে হাহাকার নিয়ে শোলাকিয়ায় ঈদের জামাতের কাছে জঙ্গী আক্রমণের সময় পুলিশের গুলিতে নিহত সন্দেহভাজন হামলাকারী আবির রহমানের বাবা সিরাজুল ইসলাম প্রশ্ন করেছেন, “ওর মতো ছেলেদেরকে কারা এ পথে নিয়ে যাচ্ছে?”
প্রতিক্ষণ/এডি/সাদিয়া