ফ্রান্সের হামলায় আইএসের দায় স্বীকার
প্রতিক্ষণ ডেস্কঃ
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসে হামলাকারী ট্রাকচালককে নিজেদের ‘সৈনিক’ বলে দাবি করেছে সন্ত্রাসী গোষ্ঠি ইসলামিক স্টেট (আইএস)। দলটির সংবাদমাধ্যম আমাক’র এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে।
শুক্রবার বাস্তিল দূর্গ পতন দিবস উপলক্ষ্যে ফ্রান্সের নিস শহরের একটি অনুষ্ঠানে হামলা চালিয়ে ৮৪ জনকে হত্যা করে এক সন্ত্রাসী। ট্রাক চালাতে চালাতে গুলিবর্ষণের ওই ঘটনায় আহত হয় দুই শতাধিক। ফরাসি পুলিশ জানায় ওই হামলাকারী তিউনেশীয় বংশোদ্ভূত একজন ফরাসি নাগরিক। তার নাম মোহাম্মদ লাউইজ বুলেল (৩১)।
এদিকে বার্তা সংস্থা এএফপি জানায়, শনিবার আইএসের পক্ষ থেকে নিস শহরে হত্যাকাণ্ডের ‘দায় স্বীকার’ করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে আতশবাজির প্রদর্শনী শেষ হওয়ার পর পরই এ হামরা চালানো হয়। গুলিতে চালক নিহত হওয়ার পর ট্রাকটির ভেতর থেকে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছেন। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘এটা যে সন্ত্রাসী হামলা, তা অস্বীকার করা যায় না।’
প্রতিক্ষণ/এডি/আরএম