উল্লাপাড়ায় অটোরিকশায় আগুন

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ৫:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক ,প্রতিক্ষণ ডটকম

cngবিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা লাগাতার অবরোধ কর্মসূচির ২৬তম দিনে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সিএনজিচালিত একটি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কানসোনা এলাকায় বেলকুচি-উল্লাপাড়া সড়কে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা এক শিবিরকর্মীকে ধরে পুলিশে দেয়।

এর আগে সকালে সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা এলাকায় বিদ্যুৎ অফিসে হাতবোমা হামলা চালায় দুর্বৃত্তরা।

তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, বেলা সাড়ে ১২টার দিকে বেলকুচির দৌলতপুর কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সিদ্দিকুর রহমানকে নিয়ে অটোরিকশার চালক নাসির উল্লাপাড়ার দিকে যাত্রা করেন। বেলকুচির ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মৌবুপুর ব্রিজের কাছ থেকে তিন দুর্বৃত্ত যাত্রীর ছদ্মবেশে অটোরিকশায় ওঠে।

তিনি জানান, অটোরিকশাটি উল্লাপাড়ায় পৌঁছানোর কিছু আগে সলপ ইউনিয়নের কানসোনা গ্রামের একটি নির্জন জায়গায় চালক ও প্রভাষককে নামিয়ে ব্যাগ থেকে পেট্রোল বের করে ঢেলে আগুন দিয়ে তারা পেছনের একটি মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে দু’জন পালাতে পারলেও গ্রামবাসী এ সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করে। পরে তাকে পিটুনি দিয়ে পুলিশে হাতে তুলে দেয় গ্রামবাসী।

ওসি তাজুল জানান, আটক ইউসুফ আলী ওরফে বোমারু রবিউলের (৪০) বাড়ি উল্লাপাড়ার বাকুয়া গ্রামে। সে নিজেকে শিবিরকর্মী বলে পরিচয় দিয়েছে।

এদিকে সিরাজগঞ্জ শহরে বিদ্যুৎ অফিসে হাতবোমা হামলা সম্পর্কে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, ১০টার দিকে বাহিরগোলা এলাকায় বিদ্যুৎ অফিসের নিচে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

তিনি বলেন, ‘পিকেটরারা চোরের মত মাঝেমধ্যে দু’একটি ককটেল ফাটিয়ে লোকজনকে ভয় দেখানের চেষ্টা করলেও পুলিশ পুরো শহরেই তৎপর রয়েছে।’

প্রতিক্ষণ /এডি/গোলাপ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G