মনিব পরিবারকে বাঁচাতে কুকুরের মৃত্যু

প্রকাশঃ জুলাই ১৭, ২০১৬ সময়ঃ ২:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

dc-Cover-ofqv4483kbj6p7u2456q8bbc56-20160714012430.Medi

কুকুরের মতো বিশ্বস্ত আর কিছু হয় না। এই কথার সত্যতা প্রমাণ করে মনিব পরিবারের ৮ সদস্যকে বাঁচাতে গিয়ে জীবন দিল এক কুকুর।

ডোবারম্যান জাতের এই কুকুরটি ৪টি পাহাড়ি গোখরা সাপের সঙ্গে কয়েক ঘন্টা রক্তাক্ত লড়াই করে এদের প্রত্যেকটিকে হত্যা করে। কিন্তু যখন তাকে বিজয়ী বলে মনে হচ্ছিল, তার ঠিক মুহূর্তখানেক পরেই সাপগুলোর বিষাক্ত ছোবলের পরিণামে কুকুরটির মৃত্যু হয়।

জানা গেছে, গত সোমবার রাতে ভারতের ভুবনেশ্বরের ৪০০ কিলোমিটার নিকটে গজপতি জেলার সেবেকপুর গ্রামের দিবাকর রায়তার বাড়িতে সাপগুলো ঢোকার চেষ্টা করে।  কিন্তু ডোবারম্যান কুকুরটি বাড়ি পাহারা দিচ্ছিল। আর সে কোনমতেই সাপগুলোকে বাড়িতে প্রবেশ করতে দেয়নি। ফলে এক ভীষণ সংঘর্ষের সূচনা হয়। এ সময় চারিদিকে রক্ত ছড়িয়ে পড়তে দেখা যায়।

দিবাকর এই ডোবারম্যানটিকে মাত্র কয়েক মাস আগে কিনেছিল। তিনি বলেন, “আমি স্তম্ভিত। কুকুরটি আমার এবং আমার পরিবারের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। আমি আমৃত্যু তাকে স্মরণ করবো। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন কুকুরটির আত্নাকে শান্তি দেন।”

এই ঘটনা জানাজানি হওয়ার পর দিবাকরের বাড়িতে আশপাশের এলাকা থেকে মানুষের ঢল নামে। ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে অন্ত্যেষ্টিক্রিয়ার পর মৃত কুকুরটিকে পোড়ানো হয়।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G