আলেপ্পোতে বিমান হামলায় নিহত ১৮

প্রকাশঃ জুলাই ২৭, ২০১৬ সময়ঃ ১১:২১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

bdonline24_540

সিরিয়ার আলেপ্পো শহরে সরকার বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। সিরিয়ায় থাকা যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস এ তথ্য জানিয়েছে। আলেপ্পো শহরে ইতোমধ্যেই মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। শুধু তাই নয় দেশটিতে যুদ্ধের অবসান করতে শান্তি আলোচনারও আহ্বান জানানো হয়েছে।

মানবাধিকার সংস্থাটি মঙ্গলবার জানিয়েছে, সিরীয় বাহিনীর বেশ কয়েকটি হেলিকপ্টার আল মাশহাদ শহরের আশেপাশে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালিয়ে ১৮ জনকে হত্যা করেছে। সশস্ত্র সিরীয় বিরোধী বাহিনীর বিরুদ্ধে আলেপ্পো শহরের বাসিন্দাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে। 

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আলেপ্পো শহরে গত দু`দিনের বিমান হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। একটি আবাসিক ভবনেও বিমান হামলা চালানো হয়েছে। 

এদিকে, সোমবার আলেপ্পোর আল আতারেব শহরে সরকার বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে। 

মানবাধিকার সংস্থাটি আরো জানিয়েছে, হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G