বিয়ে করলেন ‘মুসাফির’ ছবির নায়িকা মারজান জেনিফা। পাত্র একই ছবির প্রযোজক জোবায়ের আলম। তাছাড়া জোবায়ের একটি অনলাইন গণমাধ্যমের সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
চলচ্চিত্র পাড়ায় অনেক দিন ধরেই গুঞ্জন ছিল, দীর্ঘদিন ধরে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের সূত্রে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন তারা। তবে কবে তাদের বিয়ে হয়েছে সেটি নিশ্চিত না করা গেলেও শুক্রবার গভীর রাতে ফেসবুকে দু’জনের বিয়ের ছবি এবং রিলেশন স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, শুক্রবার রাত ১০টা নাগাদ জোবায়ের আলম তার ফেসবুক রিলেশনে ‘ম্যারিড উইথ মারজান জেনিফার’ দেন। একই সঙ্গে জেনিফা তার রিলেশনে ‘ম্যারিড উইথ জোবায়ের আলম’ দেন। এরপরই ওই স্ট্যাটাসে একাধিক শুভেচ্ছাসূচক মন্তব্য দেখা গেছে।
তার মধ্যে ‘মুসাফির’ নির্মাতা আশিকুর রহমান তার ছবির নায়িকা-প্রযোজককে শুভেচ্ছা জানান। প্রতি উত্তরে জোবায়ের ধন্যবাদ জানান।
প্রসঙ্গত, আরেফিন শুভ অভিনীত ‘মুসাফির’ ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে অভিষিক্ত হন চিত্রনায়িকা মারজান জেনিফার। আশিকুর রহমান পরিচালিত এ ছবিটি প্রযোজনায় ছিলেন জোবায়ের আলম।
প্রতিক্ষণ/এডি/আরএম