কাবুলে বিদেশিদের আবাসস্থলে হামলা, নিহত ২
প্রতিক্ষণ ডেস্ক:
আফগানিস্তানের রাজধানী কাবুলে বিদেশি ঠিকাদারদের একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে তালেবান। এ সময় বন্দুকযুদ্ধে পুলিশের এক সদস্য ও এক হামলাকারী নিহত হয়েছেন।
স্থানীয় সময় রাত দেড়টার দিকে ঐ হামলার ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে আরও এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিভিন্ন খবরের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামলার শিকার আবাসিক ভবনটির নাম নর্থগেট। সেখানে লরিবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। ভবনটি খুব সুরক্ষিত ছিল। তিন বছর আগেও ভবনটি একবার হামলার শিকার হয়েছিল।
তালেবান জানিয়েছে, ভবনটিতে তাদের সদস্যরা হামলা চালিয়েছে। পুলিশ জানায়, হামলা প্রতিরোধে সেখানে জঙ্গিদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়।
বিস্ফোরণের পর অল্প সময়ের জন্য কাবুলের একটি অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
ইনামুল্লাহ খান নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘যখন ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক সেই সময় বিস্ফোরণটি ঘটে। এটি অনেক বড় বিস্ফোরণ ছিল। এ সময় বিদ্যুৎ চলে যায়।’
গত সপ্তাহে কাবুলে দুটি আত্মঘাতী বোমা হামলায় ৮০ জন নিহত এবং ২৩০ জন আহত হন। কথিত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ঐ হামলা চালায়।
========