আদিকালেও ক্যান্সার হতো!
প্রতিক্ষণ ডেস্ক:
বিজ্ঞানীরাসহ অনেকেরই এত দিন ধারণা ছিল, ক্যান্সার আধুনিক যুগের রোগ। অনেক আগে এ রোগ ছিল না। কিন্তু সম্প্রতি একটি আবিষ্কার পাল্টে দিয়েছে এ ধারণা। গবেষকরা বলছেন, আজ থেকে কয়েক লাখ বছর আগেও পৃথিবীতে ক্যান্সার ছিল!
বিবিসির খবরে বলা হয়, দক্ষিণ আফ্রিকার একটি গুহায় ১৭ লাখ বছর আগের মানুষের পায়ের জীবাশ্মে ক্যান্সার কোষ পাওয়া গেছে। দেশটির রাজধানী জোহানেসবার্গের কাছে সোয়ার্টক্রান্স নামের গুহায় এটি আবিস্কার করা হয়। সাউথ আফ্রিকান জার্নাল অব সায়েন্সে এ-সংক্রান্ত গবেষণাটি প্রকাশিত হয়েছে।
বিজ্ঞানীদের আন্তর্জাতিক একটি দল জানিয়েছে, মানুষের পূর্বপুরুষ হোমো এরাগ্যাস্টার অথবা প্যারানথ্রোপাস রবাস্টাস নামের প্রজাতির পায়ের আঙুলে ক্যান্সারের টিউমারের খোঁজ মিলেছে। ওই প্রজাতি আজ থেকে এক লাখ ২০ হাজার বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে।
গবেষক দলটি বলছে, নতুন এই আবিষ্কার এটা প্রমাণ করেছে যে, ক্যান্সার আধুনিক যুগের রোগ নয়, যা অনেকেই দাবি করে থাকেন। আমাদের পূর্বসূরীদেরও এ রোগ হতো।
গবেষকদলের সদস্য হান্নাহ বারকেট বলেছেন, এই আবিষ্কার হাড়ের ক্যান্সার গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আশা করছি, এর ফলে ধরনের ক্যান্সারের কারণ খুঁজতে এটি নতুন দ্বার উন্মোচন করবে।
=====