লিওনার্দো’র পূর্ণ সমর্থন পেলেন হিলারি
প্রতিক্ষণ ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উত্তাপ চরমে। একজনের বিরুদ্ধে অন্যজন কুৎসা রটনা করেই যাচ্ছেন, বিশেষ করে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প এই জায়গায় বেশ সরব! শুধুমাত্র কথার মারপেঁচ নয়, ডেমোক্রেট আর রিপাবলিকান সমর্থকদের মধ্যে শুরু হয়ে কাঁদা ছোড়াছুড়ি।
আর এমন অবস্থায় ডেমোক্রেট পার্টি থেকে মনোনয়ন পাওয়া প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের প্রতি সমর্থন জানিয়ে আলোচনায় অস্কারজয়ী হলিউড সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও।
তিনি যৌক্তিক কারণেই ডেমোক্রেটিক পার্টি থেকে মনোনয়ন পাওয়া প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে সমর্থন জানাচ্ছেন বলে টুইট করেন। লিও মনে করেন, জলবায়ু পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখবেন হিলারি। এ জন্যই ট্রাম্পকে নয়, হিলারিকেই প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান লিওনার্দো।
টুইটে লিওনার্দো জানান, বিজ্ঞানে আমার পুরো আস্থা। আর আমি বিশ্বাস করি জলবায়ু পরিবর্তনে হিলারির চেয়ে আর কেউ যোগ্য নয়।
এখন দেখার বিষয় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লিওনার্দোর পছন্দের প্রার্থী রাজনীতির ময়দানে কতটা সফলতা পান। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জনসম্মুখে হিলারিকে নিয়ে লিওনার্দোর এই উচ্ছ্বাস নির্বাচনের আগে বেশ কাজে দিতে পারে।
প্রতিক্ষণ/এডি/আরএম