কিভাবে এল বন্ধু দিবস
প্রতিক্ষণ ডেস্ক:
বন্ধু দিবস কিভাবে এল- এ নিয়ে নানা মত প্রচলিত। বলা হয়ে থাকে, ১৯৩৫ সালে যুক্তরাষ্ট্রে সরকারি নিগ্রহের শিকার হয়ে এক তরুণ মারা যায়। পরদিন এর প্রতিবাদ করতে গিয়ে গুলিতে প্রাণ দেন তার বন্ধু। দিনটি ছিল আগস্টের প্রথম রোববার। সেই থেকে যুক্তরাষ্ট্রে দিনটিতে বন্ধু দিবস হিসেবে পালনের চল হয়। ঐ বছরই মার্কিন কংগ্রেসেও দিবসটিকে স্বীকৃতি দেওযা হয়।
তবে পুঁজিবাদী কার্ড-ব্যবসায়ীরাই প্রথম বন্ধু দিবসের প্রচলন করেন বলেও মত আছে। এ মতবাদের অনুসারীরা বলেন, ১৯১৯ সালে কার্ড ব্যবসায়ী প্রতিষ্ঠান হল মার্কের প্রধান জয়েস হল আগস্টের প্রথম রোববার বন্ধু দিবস পালনের প্রস্তাব করেন। পরে ১৯৩৫ সাল থেকে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে এটি পালিত হওয়া শুরু হয়। ২০১১ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ৩০ জুলাইকে আন্তর্জাতিক বন্ধু দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয়।
তবে পৃথিবীর বিভিন্ন দেশে নিজেদের মতো করে আলাদা দিনে বন্ধু দিবস পালন করা হয়। যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশ, ভারত, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে আগস্টের প্রথম রোববারে দিবসটি পালন করা হয়।
প্রতিক্ষণ/এডি/একে