ব্যাচেলরদের পক্ষে মত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশঃ আগস্ট ৭, ২০১৬ সময়ঃ ২:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

11

‘মেসে জঙ্গি পোকা আর চাই না’ এই শ্লোগান কে সামনে রেখে ‘বাংলাদেশ মেস সংঘ’ নামের একটি সংগঠন ব্যাচেলর ও মেসের ভাড়াটেদের নিরাপদ জীবনের দাবিতে এক মানববন্ধনের আয়োজন করে।

আয়োজনে বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতবিরাতে অভিযানে নামার কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেকেই। আর তাই ভোগান্তির শিকার বাড়িওয়ালারাও এই কারণে  ভাড়াটেদের বাড়ি ছেড়ে দিতে বাধ্য করছেন। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ব্যাচেলররা মানববন্ধনে এসব কথা বলেন। 

এদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ব্যাচেলরদের কাছে বাসা ভাড়া না দেয়ার ঢালাও সিদ্ধান্ত থেকে সরে আসতে বাড়িওয়ালাদের অনুরোধ জানিয়েছেন। শুক্রবার নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ অনুরোধ জানান তিনি।

তার বক্তব্য হুবহু পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলঃ ‘এই ঢাকা শহরে মাথা গোঁজার ঠাঁই খুঁজতে আমাকেও অনেক হয়রানি সহ্য করতে হয়েছে। বাড়িওয়ালাদের উদ্দেশে অনুরোধ, ঢালাওভাবে ব্যাচেলরদের বাড়ি ভাড়া দেওয়া বন্ধ করবেন না। জঙ্গি সন্দেহে যদি এটা করেন, তাহলে মনে রাখবেন বিবাহিত মানুষও জঙ্গির খাতায় নাম লিখিয়েছে, সম্ভবত শিশুসহ! কেউ আপনাদের হয়রানি করবে না, যদি আপনারা সব তথ্য সংগ্রহ করে নিকটস্থ থানায় দিয়ে থাকেন। এই তথ্য সংগ্রহ সর্বক্ষেত্রেই প্রযোজ্য।’

f4fbe0ffd957e909df16eabfe0a1662a-57a4bc12124a6

দেশে সাম্প্রতিক সন্ত্রাসী ও জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাচেলরদের বাসায় পুলিশের তল্লাশি বেড়েছে। এ অবস্থায় ‘হয়রানি’ এড়াতে অনেক বাড়িওয়ালাই ব্যাচেলরদের বাসা ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের কারণে বিড়ম্বনায় পড়েছেন অনেক ব্যাচেলর। এ অবস্থায় ব্যাচেলরদের পক্ষে দাঁড়ালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G