অলিউল্লাহ হত্যা মামলায় ছয়জনের মৃত্যুদণ্ডাদেশ

প্রকাশঃ আগস্ট ৯, ২০১৬ সময়ঃ ১২:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

1460917398

চাঁদপুরের কচুয়ায় অলিউল্লাহ হত্যা মামলার বিচার শেষে ছয় জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে চট্টগ্রামের আদালত।

আজ মঙ্গলবার সকালে ট্রাইব্যুনালের বিচারক মহিতুল হক এনাম চৌধুরী এ মৃত্যুদণ্ডাদেশ দেন।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিদের সবাই পলাতক।  এই মামলার অভিযোগ গঠনের পর মোট ১০ আসামির মধ্যে চার জনের অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে ।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন—আবদুল হামিদ মৃধা, মেহেদী হাসান, নাজমুল হাসান, আবদুল কাদের মৃধা, হারুন মৃধা ও মো. গৌরব। তাঁরা পলাতক। 

খালাসপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মোয়াজ্জেম হোসেন, আকতার হোসেন, আবু তাহের ও জাকির হোসেন।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) মো. আইয়ুব খান জানান, ২০১৪ সালের ২৯ জুলাই চাঁদপুরের কচুয়া থানার শংকরপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে অলিউল্লাহকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী জয়নাব বেগম বাদী হয়ে একটি মামলা করেন। এ মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ করে আদালত আজ রায় দেন।

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G