দফায় দফায় বোমা বিস্ফোরণ থাইল্যান্ডে: নিহত ৪
প্রতিক্ষণ ডেস্কঃ
থাইল্যান্ডের কয়েকটি পর্যটন শহরে দফায় দফায় বোমা বিস্ফোরণের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত চারজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও অনেকেই। রিসোর্ট শহর হিসেবে জনপ্রিয় হুয়া হিন-এ গত চব্বিশ ঘণ্টায় চার দফা বোমা বিস্ফোরিত হয়েছে। ফুকেটের কয়েকটি আইল্যান্ডেও কয়েকটি বোমা বিস্ফোরণ হয়েছে। তবে এখন পর্যন্ত কেউই এসব হামলার দায় স্বীকার করেনি।
যদিও ধারণা করা হচ্ছে যে, এগুলো বিচ্ছিন্নতাবাদী দুষ্কৃতিকারীরা করতে পারে। সময়টাও বেশ স্পর্শকাতর, কারণ শুক্রবার থাইল্যান্ডে রাণীর জন্মদিন উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছিলো।
ব্যাংকক থেকে প্রায় দুশ কিলোমিটার দক্ষিণে হুয়া হিন শহর আর ফুকেট প্রদেশটি একেবারেই দক্ষিণে। দুটি স্থানই নয়নাভিরাম সৈকতের জন্য পর্যটকদের কাছে জনপ্রিয়। আর এই হুয়া হিন শহরেই চারটি বিস্ফোরণে মারা গেছে দুজন। আর সুরাত থানিতে মারা গেছে একজন এবং সেখানে বিস্ফোরণ হয়েছে পুলিশ স্টেশনের সামনে। আরেকজন নিহত হয়েছে আরেকটি শহরে।
প্রতিক্ষণ/এডি/এসটি