তুরস্কে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১২

প্রকাশঃ আগস্ট ১৯, ২০১৬ সময়ঃ ৬:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

untitled-18_216992

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে পৃথক তিনটি  বোমা বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২১৯ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের লক্ষ্য করে এসব হামলা হয়। খবর বিবিসির। 

পৃথক এসব হামলার জন্য দেশটিতে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে সংগঠনকে দায়ী করা হচ্ছে। এদিকে, বিতলিস প্রদেশে আরো একটি গাড়িবোমা হামলায় পাঁচ সেনা এবং গ্রামের একজন গার্ড নিহত হয়েছেন। আহত হয়েছে আরো চার সেনা।

পুলিশ জানিয়েছে, ভানের হামলার ঘণ্টাখানেক পরেই এলাজিগ শহরের পুলিশ হেড কোয়ার্টারের সামনে বোমা হামলায় ৩ পুলিশ নিহত হয়। ওই হামলায় আহত হয়েছে আরো ১৪৬ জন।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৮৫ পুলিশ কর্মকর্তা এবং ৬০ জন বেসামরিক নাগরিক। হামলার ঘটনার পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাঁদের যুদ্ধ কখনো বন্ধ হবে না।

সরকারের সঙ্গে পিকেকের অস্ত্রবিরতি ভাঙার এক বছর পর এই হামলার ঘটনা ঘটল। এর আগে পিকেকের কমান্ডার সেমিল বায়াক তুরস্কের শহরে পুলিশের বিরুদ্ধে হামলা বাড়ানোর ঘোষণা দেন।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G