ডোনাল্ড ট্রাম্পের প্রচার-প্রধানের পদত্যাগ

প্রকাশঃ আগস্ট ২০, ২০১৬ সময়ঃ ১:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

17-paul-manafort.w1200.h630.1x

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার-প্রধান পল  ম্যানাফোর্ট পদত্যাগ করেছেন। শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প পলের বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে শুক্রবার মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট ব্রেকিং নিউজ হিসেবে সংবাদটি প্রচার করেছে।

১৯ আগস্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পদত্যাগপত্র জমা দেন পল  ম্যানাফোর্ট । পরে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেন রিপাবলিকান পার্টির মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প।

শুক্রবার সকালে ম্যানাফোর্টের পদত্যাগের পর সংবাদমাধ্যমে দেওয়া বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘পল ম্যানাফোর্ট আজ সকালে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি গ্রহণ করেছি।

আমি তাঁর কাজে খুবই খুশি। কেননা তাঁর সহযোগিতার কারণে আমরা আজ এ পর্যন্ত আসতে পেরেছি।’ পল একজন সত্যিকারের পেশাদার মানুষ। আমি তার সর্বোচ্চ সাফল্য কামনা করি।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিভিন্ন ইস্যুতে মতপার্থক্যের ঘটনা ঘটেছে। এর ফলে তখনও প্রচারণা টিম থেকে পল মানাফোর্টের সরে যেতে পারেন বলে অনেকে ধারণা করেছিলেন।

বিভিন্ন ইস্যুতে মতপার্থক্যের পর অবশ্য ভিন্ন ব্যবস্থা নেন ট্রাম্প। তিনি পল মানাফোর্টের প্রচার-প্রধান পদকে কার্যত নখদন্তহীন করে তোলেন। এজন্য নির্বাচনি প্রচারণা টিমে নতুন ব্যবস্থাপক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G