লাইক না দেয়ায় জরিমানা

প্রকাশঃ আগস্ট ২২, ২০১৬ সময়ঃ ১০:৪৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

HUAIBEI, CHINA - APRIL 18:  (CHINA OUT) A staff member counts money at a branch of Industrial and Commercial Bank of China Limited (ICBC) on April 18, 2011 in Huaibei, Anhui Province of China. The People's Bank of China (PBOC), the central bank, will raise the required reserve ratio of the country's lenders by 50 basis points from April 21 for the fourth time this year, in the latest effort to curb stubbornly high inflation.  (Photo by ChinaFotoPress/Getty Images)

চীনের এক ট্রাভেল কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে কোম্পানির অনেক কর্মকর্তা ‘লাইক’ দেননি বা কোন ধরনের মন্তব্য করেননি।

আর এতেই ঘটেছে বিপত্তি। এই ‌‘অপরাধের’ কারণে অনেক কর্মকর্তাকে গুণতে হয়েছে জরিমানা। খবর বিবিসির।

সম্প্রতি ঘটনার সূত্রপাত ঘটে, চীনের পূর্বাঞ্চলীয় জিনান শহরে । একটি ট্রাভেল কোম্পানির প্রায় দুইশো কর্মকর্তার প্রত্যেককে জরিমানা হিসেবে ৫০ ইয়ান অর্থাৎ প্রায় সাড়ে ৭ ডলার করে দিতে হচ্ছে। বেইজিং ইয়োথ ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানির প্রধান নির্বাহীর একটি মাইক্রোব্লগিং একাউন্টে লাইক বা কমেন্ট করার কথা বলা হয়েছিল কর্মকর্তাদের। ওই ব্লগে তিনি বিভিন্ন কোম্পানির খবরাখবর এবং বিভিন্ন ধরনে অনুপ্রেরণামূলক বক্তব্য শেয়ার করেন।

কিন্তু মন্তব্য করতে বলার পরও যারা সেখানে কোন ধরনের অংশগ্রহণ করেননি তাদের এই জরিমানা করা হয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G