ছেলের ফাঁসি, মায়ের যাবজ্জীবন
প্রতিক্ষণ ডেস্ক:
জমি নিয়ে বিরোধে ব্যাংক কর্মকর্তাকে খুনের দায়ে এক তরুণকে মৃত্যুদণ্ড এবং তার মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। আজ সোমবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউজ্জামান এ রায় দেন।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন হুমায়ুন কবির ও তার মা শামসুন্নাহার। মৃত্যুদণ্ডের পাশাপাশি হুমায়ুন কবিরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সমীর দাশগুপ্ত বলেন, রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে হাজির ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৫ সালের ৬ জুন চন্দনাইশ সদরে রূপালী ব্যাংক কর্মকর্তা মনির আহমদ খুন হন। এ ঘটনায় তার ছেলে তানভীর আহমেদ বাদী হয়ে শামসুন্নাহার এবং তার দুই ছেলে হুমায়ুন কবির ও শাওনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে পুলিশের দেওয়া অভিযোগপত্রে শাওনকে অব্যাহতি দেওয়া হয়। ২০০৮ সালের ২৮ জানুয়ারি দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করে। মামলায় ১১ জনের সাক্ষ্য শুনে সোমবার আদালত দুই আসামির সাজার আদেশ দেন।
করেন।
এজাহারে বলা হয়, ঘটনার দিন সন্ধ্যায় নিজের বাড়িতে শ্রমিকদের সঙ্গে নিয়ে কাজ করছিলেন মনির আহমদ। এ সময় হুমায়ুন ও শামসুন্নাহার জমি নিয়ে শত্রুতার জের ধরে মনিরের ওপর হামলা চালান। হুমায়ুন শ্রমিকদের কাছ থেকে কোদাল কেড়ে নিয়ে মনিরকে এলোপাতাড়ি কোপান এবং শামসুন্নাহার লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন।
গুরুতর আহত মনিরকে প্রথমে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ায় হয়। সেখানে তিনি মারা যান।
প্রতিক্ষণ/এডি/একে
=====