তুরস্কে গাড়িবোমা হামলায় নিহত ১১
প্রতিক্ষণ ডেস্কঃ
তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলীয় কিজরেতে এক পুলিশ সদরদফতরে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছের আরো ৬৪ জন। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। তবে, হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
বার্তাসংস্থা রয়টার্স বলছে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের ওই পুলিশ সদর দফতর বোমা বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছে।
বিবিসি এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পেছনে কারা জড়িত তা স্পষ্ট না হলেও দেশটির গণমাধ্যম হামলায় নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দোষারোপ করছে।
তুরস্কের টেলিভিশন এনটিভি প্রচারিত ছবিতে দেখা যাচ্ছে, আক্রান্ত সিরনাক প্রদেশের ওই পুলিশ সদর দফতর থেকে প্রচুর ধোঁয়া উড়ছে। আহতদের উদ্ধারে ঘটনাস্থলের উদ্দেশ্যে ঘটনাস্থলে ১২ টি অ্যাম্বুলেন্স ও দুইট হেলিকপ্টার পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
তুরস্ক কর্তৃপক্ষের সঙ্গে পিকেকের লড়াইয়ের সময় গত কয়েকমাস আগেও এই শহরটিতে বেশ কয়েকবার কারফিউ জারি করা হয়েছিল।
প্রতিক্ষণ/এডি/আরএম