ইতালির ভূমিকম্পে নিহতদের স্মরণে জাতীয় শোক

প্রকাশঃ আগস্ট ২৭, ২০১৬ সময়ঃ ১১:২২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

A woman touches a coffin of one of the victims of Wednesday's earthquake, inside a gymnasium in Ascoli Piceno, Italy, Friday, Aug. 26, 2016. Strong aftershocks rattled residents and rescue crews alike Friday as hopes began to dim that firefighters would find any more survivors from Italy's earthquake. The first funerals were scheduled for some of the victims, with the government declaring a day of national mourning and a state funeral scheduled for Saturday. (AP Photo/Gregorio Borgia)

ভূমিকম্পে নিহত ব্যক্তিদের স্মরণে ইতালিতে আজ শনিবার পালিত হচ্ছে জাতীয় শোক। দেশটির সর্বত্র আজ সারাদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। শনিবার (২৭ আগস্ট) বাংলাদেশ সময় সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

ইতালির মধ্যাঞ্চলে গত মঙ্গলবার গভীর রাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩০০।

জাতীয় শোক উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী মাত্তেও রেনসি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অন্যতম শহর আরকোয়াটা এলাকায় নিহতদের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। এদিকে, দেশটির একটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা বলবৎ রয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৩৬ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ৬ দশমিক ২ মাত্রার ওই ভূমিকম্পের পরও কিছু কম্পন হয়, যে কারণে অনেক স্থানে উদ্ধার অভিযান ব্যাহত হয়। এমনই এক কম্পনে আমাত্রিস অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস হয়েছে।

ভূমিকম্পে নিহতদের প্রায় সবাই ইতালীয়। তবে তিন ব্রিটিশ নাগরিকসহ কয়েকজন বিদেশিও নিহত হয়েছেন। আর ভূমিকম্পে শুধু আমাত্রিস শহরেই দুই শতাধিক মানুষ নিহত হয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G