ডানাবিহীন পাখি কিউই
প্রতিক্ষণ ডেস্কঃ
শুনতেই বেশ অবাক লাগে পাখি কিন্তু তার কোনো ডানা নেই। এই অদ্ভুত প্রজাতির পাখিটির আশ্চর্য সব তথ্য উঠে এসেছে বিজ্ঞানীদের গবেষনায়। প্রায় ১৫০ বছর ধরে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার পর ধাঁধার উত্তর পেয়েছেন গবেষকরা।
এদের পূর্বপুরুষরা ৬ কোটি বছর আগে পৃথিবীতে ছিল এবং উড়তে পারত, সেই পাখির জাত থেকেই জন্ম ডানাহীন পাখির। একসময় উড়তে পারা পাখির সব গুণাবলী এ পাখির মধ্যে থাকলেও বিবর্তিত হতে হতে সেই পাখি এখন স্তন্যপায়ী প্রাণীতে রূপান্তরিত হয়েছে।
শুনতে অবাকই লাগে, আগে উড়তে পারত কিন্তু এখন পারে না। বিজ্ঞানীরা বলছেন ৬ কোটি বছর আগের উড্ডয়ন ক্ষম পাখির সমস্ত গুণাবলী আছে শুধু ডানা বাদে।
কিউই পাখি হচ্ছে আপ্টেরিডিডি গোত্রের অ্যাপেরিক্স গণের অন্তর্গত একদল উড্ডয়ন অক্ষম পাখি। কিউরা বেশ দ্রুত দৌড়াতে পারে। বলা হয়, এদের ঘ্রাণশক্তি বেশ প্রখর বাতাসের প্রশ্বাস নিয়েই এরা অনুভব করতে পারে, আশেপাশে কোনো বিপদ আছে কি না?
বিজ্ঞানীরা আরও বলছেন, কিউই এবং এলিফ্যান্ট বার্ডের সমন্বয়ে এ ডানাহীন পাখি যাদের বাস নিউজিল্যান্ডের গুটিকতক দ্বীপে। এরা দীবাচর নয়, সূর্যাস্তের পর খাবারের সন্ধানে বের হয়।
ধূসর বাদামি রঙের এই পাখিদের আকৃতি অনেকটা মুরগির মত। এদের বসবাস জঙ্গলে। দিনে গর্ত বা কোটরে এরা লুকিয়ে থাকে।
প্রতিক্ষণ/এডি/আরএম