আইএসের শীর্ষ নেতা আল-আদনানির মৃত্যু

প্রকাশঃ আগস্ট ৩১, ২০১৬ সময়ঃ ১০:৩৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

abu-muhammad-al-adnan

ইসলামিক স্টেটের (আইএস) অন্যতম গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে দীর্ঘদিন ধরে দায়িত্বপালনকারী নেতা আবু মোহাম্মদ আল আদনানি নিহত হয়েছেন বলে জানিয়েছে জঙ্গিগোষ্ঠীটি।

মঙ্গলবার আইএসের বার্তা সংস্থা আমাকের প্রতিবেদনে ‘আলেপ্পোর বিরুদ্ধে চালানো সামরিক হামলা প্রতিহত করার অভিযানের সময়’ আদানি নিহত হয়েছেন বলে জানানো হয়েছে, খবর বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের।

আইএস’র সংবাদ সংস্থা ‘আমাক নিউজ এজেন্সি’ বিষয়টি নিশ্চিত করে জানায়, সিরিয়ার আলেপ্পোতে সামরিক হামলা প্রতিরোধ করতে গিয়ে তিনি নিহত হয়েছেন। তবে তিনি বিমান হামলায় নাকি স্থল সেনাদের হামলায় নিহত হয়েছেন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি আমাক।

এককভাবে আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করে পশ্চিমা বিশ্বসহ অন্যান্য দেশে যেসব হামলা হয়েছে সেসব হামলার ডাক প্রথম তার কাছ থেকেই এসেছিলো বলে ধারণা করা হয়। ইউরোপে বেশ কয়েকটি হামলা সরাসরি আদনানি নিজেই পরিকল্পনা করেছেন। আইএস সদস্যরা এমনটাই দাবি করে থাকেন।

মার্কিন পররাষ্ট্র দফতর আল-আদানিকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে এবং তার সম্পর্কে তথ্যের বিনিময়ে পঞ্চাশ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিলো। আল-আদনানির সর্বশেষ বার্তা শোনা গেছে মে মাসে। ইউরোপে বেশকয়েকটি হামলায় সরাসরি তিনি নিজেই পরিকল্পনা করেছেন বলে বলা হয়ে থাকে।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G