ফেইসবুকে অচেনা পোস্টে লাইক,কমেন্ট দিচ্ছেন?

প্রকাশঃ সেপ্টেম্বর ২০, ২০১৬ সময়ঃ ১১:৫৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৪ পূর্বাহ্ণ

facebook

সময়টা এখন ফেইসবুকিংয়ের। দিন নেই রাত নেই নাওয়া খাওয়া বন্ধ করে শুধু ফেইসবুক। এই অস্বাভাবিক মাত্রার আসক্তির সুযোগ নিচ্ছে কেউ কেউ। ইচ্ছে হল অচেনা অজানা কারো পোস্ট লাইক দিয়ে দিলেন অথবা কমেন্ট করে বসলেন। কিন্তু তারপর কী হতে যাচ্ছে তা কি আপনার কল্পনার মাধ্যেও ছিল?

ইন্টারনেট দুনিয়ায় ক্রমেই বাড়ছে নিরাপত্তাহীনতা। বিশেষ করে অজানা কোন লিংকে প্রবেশ করলেই আজকাল নতুন নতুন সমস্যায় পড়তে হচ্ছে ব্যবহারকারীদের। তবে ফেসবুক ব্যবহারকারীদেরই এ সমস্যায় ভুগতে হচ্ছে বেশি।

এ বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্তমানে অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা নানা ব্যবসায়িক কারণে আপাতদৃষ্টিতে ভালো লিংক ফেসবুকে পোস্ট করে। সেই লিংকগুলোতে ব্যবহারকারীরা ক্রমাগত লাইক ও শেয়ার দিতে থাকে। আর এটিই হয় বিপত্তির কারণ।

অধিক লাইক ও শেয়ারের পর পোস্টটি এডিট করে সেটিতে ভাইরাস বা ক্ষতিকর প্রোগ্রামের লিংক যুক্ত করে দিয়ে থাকে সাইবার অপরাধীরা। ফলে তাতে ক্লিক করা মাত্রই সেটি বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এছাড়াও প্লাটফর্মটিতে অনেক ক্ষেত্রে বিভিন্ন মানবতাবাদী পোস্ট দিয়ে সেটিতে লাইক ও কমেন্ট করার অনুরোধ করা হয়। পাশাপাশি তাতে লাইক দিলে নানা লোভনীয় প্রস্তাবও দেয়া হয়ে থাকে। এটিকে হ্যাকারদের পাতা ফাঁদ বলেই জানিয়েছেন বিশেষজ্ঞগণ।

এমন সব পোস্টের মাধ্যমেই আজকাল ম্যালওয়্যার ছড়ানো হয়ে থাকে সবচেয়ে বেশি। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে অচেনা কারও পোস্টে লাইকের ক্ষেত্রে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়াও বন্ধুর লাইক দেয়া কোনো পোস্টে লাইক দিয়ে তৃতীয় পক্ষের বাণিজ্যের হাতিয়ার হওয়ার একটি অপশন তো রয়েছেই।

এছাড়াও ফেসবুকে লাইক ও শেয়ারের মাধ্যমে বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানগুলো ব্যবহারকারীদের পছন্দ ও আগ্রহের বিষয় সম্পর্কে একটা ধারণা পেয়ে যায়। পরে ফেসবুক সেই ধারণা অনুযায়ী ব্যবহারকারীর ওয়ালে প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপন প্রচার করতে থাকে। এতে করে ফিশিং স্প্যাম ব্যবহার করে নানাভাবে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার চেষ্টা করে অনলাইনের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। তাই নিজের ইন্টারনেট নিরাপত্তার স্বার্থে ফেসবুকে আসা অজানা কোন লিংকে লাইক বা কমেন্ট করা থেকে বিরত থাকাটাই বুদ্ধিমানের কাজ।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G